
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন ছাড়া এই সরকারও ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (১৫ মার্চ) রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা নিয়ে সবুজবাগ থানা বিএনপি আয়োজিত কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে নতুন ও পুরনো অনেক রাজনৈতিক দলের ভয় আছে। তারা জানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি রাতের অন্ধকারে নয়, জনগনের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে চায়। তাই সংস্কার করে সময় নষ্ট না করে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, দেশে এবং দেশের বাইরে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজকে বিএনপিতে জায়গা দেয়া হবে না। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন