
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত ইইউ। এসময় সিইসি বলেন, স্বচ্ছতার সাথে আগামী নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে রোববার বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল।
বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আšর্জাতিক মানের জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা দেবেন তারা।
আর প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসির উদ্দিন জানান, বিগত নির্বাচনের মতো আগামী নির্বাচনে ভুল-ত্রুটির আশঙ্কা নেই।
তিনি জানান, পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য ইইউ’র কাছে সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন।
মন্তব্য করুন