
শরীয়তপুর সংবাদদাতা : শরীয়তপুরের নড়িয়ায় প্রবাহমান খাল দখল করে বিভিন্নস্থানে পাকা স্থাপনা নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালীরা। এতে বোরো মৌসুমে পানির অভাবে কয়েক বছর ধরে অনাবাদি থাকে অন্তত একশ’ একর ফসলি জমি। কৃষিকাজ ব্যাহত হওয়ায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয় কৃষকদের মাঝে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার গোলার বাজার থেকে কার্তিকপুরের খাল এটি। এক সময় যুক্ত ছিল জয়ন্তী নদীর সাথে। তবে কালের বিবর্তনে হারিয়েছে খালটির নাব্যতা। খালটির বিভিন্নস্থান দখল করে গড়ে উঠেছে অবৈধ পাকা স্থাপনা। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ময়লা আবর্জনায় ছড়াচ্ছে রোগ জীবানু। পানির প্রবায় বন্ধ হওয়ায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ।
স্থানীয়দের অভিযোগ, খালের জমি অবৈধ দখলের কারণে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নামতে না পারায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। খালটি দ্রুত উদ্ধার করে খনন করার দাবি তাদের।
সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হলে খালের উপর নির্মিত পাকা ভবন ভেঙ্গে দেবেন বলে জানালেন এই দখলদার।
খালটি পুনরুদ্ধার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
মন্তব্য করুন