
অনলাইন ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানা এলাকার বাশপট্টি বেড়ীবাঁধ, জোলাপট্টি, কিল্লার মোড় এলাকার চিহ্নিত চাঁদাবাজ মিনহাজুল আবেদীন নান্নু ওরফে নান্নু ফকির ও তার ছেলেকে আটক করেছে আজিমপুর সেনাক্যাম্পের সদস্যরা।
গতকাল রোববার (১৬ মার্চ) রাতে বাশপট্টি এলাকায় চাঁদাবাজি করার সময় আটক করা হয় নান্নু ও তার ছেলে আসাদকে।
জানা যায় ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে নান্নু এলাকার বিভিন্ন রিক্সার গ্যারেজ ও ফুটপাতের দোকান থেকে চাঁদা আদায় করতো। পাঁচ আগষ্টের পর নান্নু লালবাগ এলাকার সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক এক নেতার ছত্রছায়ায় চাঁদাবাজি করে আসছিলো। রোববার চাঁদা আদায় কালে সেনাসদস্যরা তাকে আটক করে।
এ সময় তার কাছে চাঁদাবাজির ১৮ হাজার ৭০০ টাকা পাওয়া যায়।
রাতেই বাবা-ছেলেকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এবং বাবা-ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আলমগীর হোসেন নামে এক ভ্যান চালক চকবাজার থানায় মামলা দায়ের করেন।
মন্তব্য করুন