
জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা খনিতে আছে উন্নতমানের বিটুমিন্যাক কয়লা। কিন্তু ব্যয় বেশি হওয়ায় ৬ দশকেও সেখান থেকে কয়লা উত্তোলন করা যায়নি। স্থানীয়রা বলছেন, উন্নতমানের বিটুমিন্যাক কয়লা উত্তোলন করা গেলে এই এলাকা হবে উন্নত। একইসাথে স্থানীয়ভাবে বেকারদের কর্মসংস্থানও হবে।
১৯৬৫-৬৬ সালে জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান নামে একটি সংস্থা জামালগঞ্জ এলাকায় কয়লার খনির অনুসন্ধান চালায়। সেখানে সন্ধান মেলে উন্নতমানের বিটুমিন্যাক কয়লার। এরপর থেকেই চেষ্টা চলে উত্তোলনের।
স্বাধীনতা পরবর্তী সময়ে প্রায় সব সরকারই চেষ্টা করেছে কয়লা উত্তোলনের জন্য। কিন্তু পেট্রো বাংলার মতে প্রায় ৫ থেকে ৬ বর্গ কিলোমিটার এলাকায় মাটির নীচে কয়লা রয়েছে মাটির ৯’শ থেকে ১ হাজার মিটার গভীরে, যার উত্তোলন ব্যয় দাঁড়াবে অনেক বেশি। স্থানীয়রা বলছেন, এই উন্নতমানের বিটুমিন্যাক কয়লার খনি চালু করা গেলে এলাকাটি উন্নত হবে। সম্ভাবনাময় এই কয়লা খনি আলোর মুখ দেখবে বলে আশা প্রকাশ করলেন খনির দায়িত্বরত এই কর্মকর্তা।
মন্তব্য করুন