
নিজস্ব প্রতিবেদক: চালের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাজধানীতে এফবিসিসিআই ভবনে আয়োজিত এক আলোচনা সভায় বাণিজ্য উপদেষ্টা জানান, এলডিসি থেকে উত্তরোণ বাংলাদেশের জন্য এখন বাধ্যবাধকতা। সভায় বক্তারা বলেন, পণ্যের সাথে বাজার ও বিনিয়োগে বৈচিত্র্য আনতে হবে। রপ্তানি পরিকল্পনায় প্রযুক্তির বিকাশ ঘটাতে হবে।
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে রপ্তানিতে ইউরোপের বাজারে গুণতে হবে বাড়তি শুল্ক। থাকবে না কোন রপ্তানি প্রণোদনা। যা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। এ বিষয়ে করণীয় নিয়ে এফবিসিসিআই আয়োজিত এই সেমিনার।
অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি থেকে উত্তরোণ এখন বাংলাদেশের জন্য বাস্তবতা, তাই ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন জরুরি। আর পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজ বলেন, যুক্তরাষ্ট্রের কর নীতি অনুসরণ করতে পারে উন্নত দেশগুলো। তাই বাংলাদেশ প্রস্তুতি না নিলে বিপদে পড়তে পারে।
বক্তারা বলেন, বিশ্ব বাজারের প্রতিযোগিতায় টিকতে হলে বন্দর সমস্যা দূর করাসহ আমলাতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। উৎপাদনখাতে প্রযুক্তির ব্যবহারও বাড়াতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, দুর্নীতি একেবারে চলে যাওয়া কঠিন। তবে দুর্নীতি কমছে এবং আস্তে আস্তে আরও কমবে। হঠাৎ করে চালের দাম বৃদ্ধিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। চালের দামও শিগগিরই কমে আসবে বলে জানান উপদেষ্টা।
বর্তমানে ১৮৯টি দেশে পণ্য রপ্তানি হয়। রপ্তানি লক্ষ্য আরও এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ উঠে আসে আলোচনায়।
মন্তব্য করুন