
নিজস্ব সংবাদদাতা: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন ও সংস্কার দুটোই প্রয়োজন। তবে, একটিকে আরেকটির মুখোমুখি দাঁড় করানো ঠিক হবে না। স্বাধীনতাকামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলেও জানান তিনি।
রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে মুজিববাদী রাজনীতির অবসান হয়েছে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর লেডিজ ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিভিন্ন দলের নেতারা জাতীয় ঐক্য ধরে রাখার বিষয়ে জোর দেন।
এসময় জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ভবিষ্যত রাজনীতিতে ফ্যাসিবাদ ও মুজিববাদের রাজনীতির কোন স্থান হবে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এখনও কঠিন সময় পার করছে। গণতন্ত্র কবে ফিরবে, সে অপেক্ষায় আছে মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান বলেন, স্বৈরাচার যেনো আর ফিরে আসতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
ষড়যন্ত্র মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
মন্তব্য করুন