
নরসিংদী সংবাদদাতা: নরসিংদীতে পুলিশের হাতে উদ্ধার হওয়া ৯৬ কেজি গাজা বিক্রি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে। এই ঘটনায় ডিবির ওসি এবং কোর্ট পরিদর্শককে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে প্রশাসন। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
গেল ৪ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরের একটি বাগান থেকে ৯৬ কেজি গাজা জব্দ করে গোয়েন্দা পুলিশের একটি দল। মাদক আইন অনুযায়ী আদালতের মাধ্যমে জব্দ করা গাজা মালখানায় জমা দেয়া কথা। তারপর সেটি ধ্বংস করার কথা থাকলেও তা না করে বিক্রির অভিযোগ উঠেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক এসএম কামরুজ্জামানের বিরুদ্ধে। পরবর্তীতে বিষয়টি গোপন রাখতে আদালতের মালখানা অফিসারকে ঘুষ দেয়ার চেষ্টা করেন ডিবি কর্মকর্তা। নরসিংদী সদর কোর্টের মালখানার অফিসার এসআই শামীনুর রহমানের এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।
বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বস্তরে চলছে সমালোচনা। তবে, অভিযুক্ত ডিবি কর্মকর্তার কাছে মেলেনি যৌক্তিক উত্তর।
অভিযুক্ত ডিবি কর্মকর্তা এসএম কামরুজ্জামান এবং কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে বলে জানান নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান। জব্দ করা ৯৬ কেজি গাজার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ টাকা ।
মন্তব্য করুন