বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

`আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য আসবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৯:৪৮ এএম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐকমত্য কমিশনের ১শ ৬৬ সংস্কার প্রস্তাবের ১শ ৪০ টিতে সমর্থন জানিয়েছে খেলাফত মজলিস আর লেবার পার্টি একমত হয়েছে ১শ ৪৭টিতে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের পর এসব কথা বলেন দল দুটির নেতারা। দুটি দলের পক্ষ থেকেই দ্বিকক্ষবিশিষ্ট সংসদের সমর্থন দেয়া হয়েছে। বহুত্ববাদ সংবিধানে যুক্ত না করে আল্লাহর উপর আস্থা যুক্ত করার দাবি জানিয়েছে। এছাড়া আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি লেবার পার্টি করলেও খেলাফত মজলিস বলেছে বিচারের আগে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না।

জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে খেলাফত মজলিসের সাথে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ স্বাগত বক্তব্যে বলেন ঐক্যমত্যে আসতেই এই আলোচনা।

দলটির ৮ সদস্যের প্রতিনিধি দলের সাথে দুই ঘন্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। পরে খেলাফত মজলিসের মহাসচিব সাংবাদিকদের জানান, ১শ ৪০ টি সংস্কার প্রস্তাবের সাথে একমত তারা। খেলাফত মজলিস এর মহাসচিব,আহমদ আবদুল কাদের বলেন, সংবিধানে বহুত্ববাদ যুক্ত করা যাবেনা, ইসলাম বিরোধী আইন করা যাবেনা।

নির্বাচনের আগেই সংস্কার চায় খেলাফত মজলিস। বিচারের আগে নির্বাচনে থেকে আওয়ামী লীগকে দূরে রাখার দাবি জানিয়েছে।

পরে বাংলাদেশ লেবার পার্টির ১২ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়।

বৈঠক শেষে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান জানান, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চায় তারা৷তবে প্রদেশে ভাগ করাসহ কয়েকটি বিষয়ে দ্বিমত জানায় তারা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়েও সংস্কার প্রস্তাবের পক্ষে বিপক্ষে মত আছে লেবার পার্টির। এছাড়া আওয়ামী লীগ ও তাদের দোসর অন্যান্য দলের রাজনীতি নিষিদ্ধ চেয়েছে দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে