বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

রাজধানীতে রাতভর তিন দিনব্যাপী ঈদ মার্কেট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১০:১০ এএম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে আলোকি কনভেনশন সেন্টারে বসেছে তিন দিনব্যাপী ঈদ মার্কেট। এতে রাতভর চলছে ঈদের কেনাকাটা ও আড্ডা। গভীর রাত পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিক্রিও ভালো হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

ঈদ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আলোকি কনভেনশন সেন্টারে বসেছে তিন দিনব্যাপী মিরর লেটনাইট এ ঈদ মার্কেট। এতে দুপুর দুইটা থেকে রাত তিনটা পর্যন্ত চলে কেনাকাটা। বিভিন্ন পোশাকের ব্রান্ড, গায়না-জুতা, ঘর সাজানো সামগ্রি, ম্যাট্রিমনি পরিষেবা, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ দেড় শতাধিক স্টল নিয়ে আয়োজন করা হয়েছে এ ঈদ মেলার।

দিনে শুরু হলেও রাত গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতার সংখ্যা। ঈদ উপলক্ষে এমন ভিন্নধর্মী আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

এক ছাদের নিচে বিভিন্ন ব্রান্ড ও সব ধরনের প্রয়োজনীয় পণ্য পাওয়া খুশি ক্রেতারা। অনেকে বন্ধু-বান্ধব নিয়ে এসেছেন আড্ডা দিতে।

এদিকে নিজেদের প্রচার ও ঈদ উপলক্ষে বিভিন্ন অফার দিচ্ছে ম্যাট্রিমনি পরিষেবা ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো। আর বিক্রি ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা। আগামীতে আবার এমন ঈদ মেলার আয়োজন করার কথা জানান আয়োজকরা।

বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী এই লেটনাইট ঈদ মার্কেট শেষ হবে রোববারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে