
বাগেরহাট সংবাদদাতা: সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে বনের মধ্যে প্রায় দেড় কিলোমিটার এলাকায় ফায়ার লাইন কাটা হয়েছে। তবে কাছাকাছি পানির উৎস না থাকায় সেখানে পানি দিতে বেগ পেতে হচ্ছে।
আজ শনিবার সকালে কলমতেজী টহল ফাঁড়ি-সংলগ্ন বনের টেপার বিল এলাকায় ধোঁয়া দেখতে পান পাশের এলাকার বাসিন্দারা। পরে বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা একসঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে খবর পেয়ে বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন বিভাগের সঙ্গে শত শত স্থানীয় বাসিন্দা আগুন নিয়ন্ত্রণে বনের মধ্যে শুকনা পাতা ও মাটি সরিয়ে নালা তৈরি করে ফায়ার লাইনের কাজ করেন। সন্ধ্যায় বনের বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তবে ঘন গাছপালার ভেতর দিয়ে যাতায়াত ও পানির পাইপ নিতে বেগ পেতে হয়।
বিকেলে বন বিভাগ ভোলা নদীতে নিজস্ব পাম্পমেশিন বসিয়ে পাইপ টানতে শুরু করে। তবে সন্ধ্যা নামায় তারা বন থেকে বের হয়ে এসেছে। সর্বশেষ তথ্য মতে, এখন পর্যন্ত ৩ একর জায়গা পুড়ে গেছে,তবে আগুনএখন নিয়ন্ত্রনে আছে।
মন্তব্য করুন