
নেত্রকোনা সংবাদদাতা: জনবল সংকটে নেত্রকোণার আটপাড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এতে কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে নারী ও শিশুরা। সংকট নিরসনে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
নেত্রকোনা উপজেলার আটপাড়া উপজেলার ফুলবাড়িয়ায় ১০ শয্যাবিশিষ্ট কামরুন নাহার জেবু মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মাণ করা হয়। ২০২২ সালে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জনবল সংকটে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম।
বর্তমানে এই সেবা কেন্দ্রে কর্মরত জনবলের পাঁচজনই রয়েছেন সংযুক্তিতে। সেবা কেন্দ্রটিতে ডাক্তারের দুটি সৃষ্ট পদ থাকা সত্বেও চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র একজন ফার্মাসিস্ট। সংযুক্তির মাধ্যমে যে দু জন ডাক্তার রয়েছেন তারাও নিয়মিত বসেন না।
লোকবল সংকট কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা প্রদানের আশ্বাস দিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফির আহমেদ।
মন্তব্য করুন