
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে এক টাকার ইফতার বাজার। নামমাত্র মূল্যে এই ইফতার বাজারের আয়োজন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। যেখানে পাওয়া যাচ্ছে কলা, খেঁজুর, বেগুনি পেঁয়াজু, জিলাপিসহ ১২ রকমের ইফতার। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলার মধ্যবিত্ত খেটে খাওয়া সাধারণ মানুষরা। আয়োজকরা জানান, জেলায় এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
মাত্র এক টাকার বিনিময়ে ইফতার সামগ্রী পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের খেটে খাওয়া নিু আয়ের মানুষ। এই ইফতারিতে রয়েছে, কলা, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, শশা-গাজরসহ ১২ রকমের খাবার। প্রতিদিন বিকেলে এক টাকার ইফতারির এই দোকানে নিম্ন আয়ের মানুষের দীর্ঘ লাইন লেগে থাকে।
জেলার সরকারি কলেজের প্রধান ফটকের সামনে বসে এক টাকার এই ইফতারির দোকান। নামমাত্র মূল্যে ইফতার পেয়ে খুশি উপকারভোগীরা।
পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এমন ব্যতিক্রমী উদ্যোগ বলে জানিয়েছেন
জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।
সমাজের ছিন্নমূল মানুষ যাতে স্বাচ্ছন্দে প্রতিদিন ইফতার করতে পারে সে উদ্দেশ্যেই এই আয়োজন বলে জানান, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক চাইনিজ ।
এক টাকায় ইফতার বিক্রির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ।
মন্তব্য করুন