
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চিকিৎসক সংকটে ধুকছে চুয়াডাঙ্গার আড়াইশ শয্যার হাসপাতালটি। মাত্র ১৩ জন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালটি স্বাস্থ্যসেবা। এতে কাক্সিক্ষত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত ৫০ শয্যার চুয়াডাঙ্গা সদর হাসপাতালটি ২০০৩ সালে ১০০ শয্যায় উন্নীত হয়। আর ২০১৮ সালে এটি ২৫০ শয্যার হাসপাতাল হিসাবে উদ্বোধন করা হয়।
বর্তমানে হাসপাতালটিতে বাইশজন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র ১৩ জন। ৯টি পদই শূন্য। এতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তাই বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকগুলোর শরণাপন্ন হচ্ছে রোগীরা।
বাড়তি দায়িত্ব নিয়ে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে বলে জানালেন এই মেডিকেল অফিসার।
জনবল সংকটে চিকিৎসকরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।
মন্তব্য করুন