
নিজস্ব প্রতিবেদক : প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে শেষ সময়ে নাড়ীর টানে ছুটছে কর্মজীবী মানুষ। স্বস্তির কথা মাথায় রেখে অনেকেই বেছে নিয়েছেন রেলযাত্রা। রবিবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। নির্ধারিত সময়ে সব ট্রেন ছেড়ে যাওয়ায় কোন ভোগান্তি নেই।
শত বাঁধা পেরিয়ে ঈদের আনন্দে পূর্নতা আনতে বাড়ির পানে ছুটে কর্মজীবী মানুষ। এবারও পরিবার পরিজন নিয়ে শেকড়ে ছুটছেন তারা।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই দেখা যায় বাড়িফেরা যাত্রীদের চাপ। দীর্ঘদিন পরে প্রিয় মানুষদের কাছে যাওয়ার আনন্দ তাদের চোখেমুখে।
এবারের ঈদ যাত্রায় কোনোরকম ভোগান্তি পেতে হচ্ছে না ঘরমুখি মানুষদের। স্বস্তির যাত্রা ঈদ আনন্দ করেছে দ্বিগুন।
কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্নীতিতে জিরো টলারেন্সের কারণেই এবারের ঈদযাত্রা দুর্ভোগমুক্ত।
এদিকে, গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাউজুল কবীর খান। দিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে। ঈদের জামাত ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শংকা নেই বলেও জানান তিনি।
মন্তব্য করুন