
নিজস্ব প্রতিবেদক: চাঁদরাতে জমজমাট ছিলো ঈদের বিকিকিনি। শপিংমলগুলোর প্রতিটি দোকানে ছিলো ক্রেতাদের ভিড়। শেষ সময়ে শিশুদের পোশাকের পাশাপাশি নারী ও পুরুষের পোশাকের দোকানে ক্রেতাদের আনাগোনা ছিলো বেশি। এবার মার্কেটে কাপড়ের দাম নিয়ে ছিলো মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন, অন্যান্যা বারের তুলনায় এবারের বিক্রি কম ছিলো।
ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে চাঁদ রাতেও নগরীর মার্কেটগুলোতে চলেছে বেচাকেনা। প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে শপিংমলগুলোতে ভিড় করেন ক্রেতারা। এসময় ক্রেতাদের আকর্ষনে ব্যবসায়ীরাও দেন কিছুটা ছাড়।
শেষদিনে বাবা মায়ের হাত ধরে মার্কেটে আসে শিশুরা। কেউ ঘুড়তে আবার কেউ এসেছেন পছন্দের জামাটা নিজেই পছন্দ করে কিনতে। রাতের বেলায় তাই শিশুদের দোকানগুলোতে ভিড় ছিলো চোখে পড়ার মত।
শুধু শিশুদের নয়, পুরুষ ও নারীদের প্রতিটি দোকানে ছিলো ক্রেতাদের ভিড়। পছন্দমতো টিশার্ট, পাঞ্জাবি দেখে নিয়েছেন ছেলেরা। সেই সাথে নারীরাও তাদের ড্রেসের পাশাপাাশি ঈদকে আরো রাঙ্গাতে প্রসাধনী বেছে নিয়েছেন। ঘরের কাজ শেষ করে নিশ্চিন্তে মার্কেট করতে চাঁদরাত টাকে বেছে নেন অনেকে।
তবে, মার্কেটে ক্রেতাদের ভিড় থাকলেও ব্যবসায়ীদের দাবি, এবার খুব একটা লাভ করতে পারেনি।
মন্তব্য করুন