
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র সংস্কারে দেশের সবাই একমত উল্লেখ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কার জনগণের দীর্ঘদিনের দাবি। বহু আন্দোলন সংগ্রামের পর এই সুযোগ তৈরি হয়েছে।
শনিবার সকালে জাতীয় সংসদ এলডি ভবনে কমিশনের সাথে বাংলাদেশ জাসদের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কারের পথ নির্ধারণ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিভিন্ন বিষয়ে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও বেশি আলোচনা করে সংস্কারের পথ নির্ধারণে উদ্যোগ নেয়া হচ্ছে। বৈঠক শেষে জাসদের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মুসতাক হোসেন বলেন, পুলিশ, দুদক ও নির্বাচন কমিশন পরিচালনায় স্বতন্ত্র কমিশন গঠনের প্রস্তাব দেয়া হয়েছে।
মন্তব্য করুন