বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

কর ফাঁকি দেয়ার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৩:০০ পিএম

নিজস্ব সংবাদদাতা: যেসব প্রতিষ্ঠান কর ফাঁকি দিচ্ছে তাদের করের আওতায় নিয়ে আসা হচ্ছে। করপোরেট কর ও আয়কর আর কমানোর সুযোগ নেই বলেও জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান। মঙ্গলবার দুপুরে এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনায় একথা জানান তিনি। এসময় বিনিয়োগ ও ব্যবসাবান্ধব কর ব্যবস্থা তৈরির আহবান জানায় ব্যবসায়ী সংগঠনগুলো।

২০২৫-২৬ অর্থবছরের বাজেট সামনে রেখে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব বোর্ড ভবনে প্রাক-বাজেট আলোচনার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আলোচনায় তৈরি পোশাক খাতের সংগঠন-বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ ছাড়াও গবেষণা প্রতিষ্ঠান পিআরই ও অর্থনীতিবিদ সমিতিসহ বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় ব্যবসায়ী নেতারা বলেন, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য কর্পোরেট কর হার ১২ শতাংশ ও লিড কারখানার জন্য ১০ শতাংশ রাখা উচিত। পাশাপাশি স্থানীয়ভাবে রিসাইকেল ফাইবার উৎপাদনে মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি চান।

অর্থনীতি বিশ্লেষকরা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বিশ্ব অর্থনীতিকে উলোটপালোট করে দিচ্ছে। বিশ্বপরিস্থিতির দিকে তাকিয়ে আগামী বাজেট প্রণয়নের আহবান জানান তারা।

এসময় এনবিআর চেয়ারম্যান বলেন, আসছে বাজেটের মূল লক্ষ্য বেশি প্রতিষ্ঠানকে করের আওতায় আনা।

ব্যবসায়ীরা যেসব বাধার সম্মুখীন হচ্ছেন, সেগুলো নিরসনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে