
নিজস্ব প্রতিবেদক : ছয় দফা দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তায় সড়ক অবরোধের ফলে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। তবে দাবি পুরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
কারিগরিতে শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ বন্ধ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ ও স্বতন্ত্র কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ছয় দফা দাবিতে রাস্তায় নেমেছে কারিগরি শিক্ষার্থীরা। ‘কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে সারাদেশে সড়ক মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টার পর ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আন্দোলনের কারণে সকাল থেকে অফিসগামী মানুষদের পড়তে হয় মহাদুর্ভোগে। ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক সাতরাস্তা মোড় অবরোধের কারণে, মহাখালী, বনানী, ফার্মগেট, মগবাজারসহ নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানচলাচল বন্ধ থাকায় অফিস ও হাসপাতালগামীসহ গুরুত্বপূর্ণ কাজে বের হয়ে পায়ে হেটে গন্তব্যে যান সাধারণ মানুষ। ক্ষোভ প্রকাশ করেন জনভোগান্তির এমন আন্দোলনে।
এদিকে ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় ক্লাস পরীক্ষা বর্জন ও সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারিগরি শিক্ষার্থীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কোটবাড়িতে অবরোধ করলে যৌথ বাহিনী লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
দাবি আদায়ে রেল লাইন বন্ধ করে বিক্ষোভ করে খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীরা। বরগুনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঝিনাইদহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করে করে ছয় দফা দাবি আদায়ে বিক্ষোভ হয়। বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। সিলেটেও বিক্ষোভ করে কারিগরি শিক্ষার্থীরা। আপস..
এদিকে, নরসিংদীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর আশ্বাসে দুই ঘন্টা পর ঢাকা-সিলেট মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা।
মন্তব্য করুন