
নিজস্ব প্রতিবেদক : দেশের উন্নয়নে অংশীদার হওয়ার পাশাপাশি সবাইকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফের বিষয় যদি দ্রুত সিদ্ধান্ত না হয় তাহলে দেশ বিপদে পড়বে।
শনিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এই সমস্যা থেকে উত্তরণে খেটে খাওয়া, গার্মেন্টস কর্মী আর কৃষক শ্রেণীর মানুষকে গুরুত্ব দিতে হবে। তাহলে দেশ আরও উন্নত সমৃদ্ধ হবে। তিনি বলেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, এটা চাপিয়ে দেয়া যাবে না, এটার চর্চা করতে হবে। এসময় ঐক্যবদ্ধভাবে সংকট উত্তরণের আহবান জানান তিনি।
মন্তব্য করুন