বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

সংকটের অজুহাতে হিলিতে পেঁয়াজের দাম বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ এএম

হিলি সংবাদদাতা: সরবরাহ কমে যাওয়ায় তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০- ১৫ টাকা। এতে বিপাকে পড়েছেন নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে বন্দরের ব্যাসায়ীরা জানান, বর্তমানে পেঁয়াজের আইপি (ইমপোর্ট পারমিট) বন্ধ রয়েছে। আর কিছুদিন পর কোরবানীর ঈদ। ঈদে দাম নিয়ন্ত্রহীন হয়ে পড়বে। তাই এখনই পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া দরকার।

হিলি বন্দরের বাজার ঘুরে দেখা গেছে আগের তুলনায় বাজারে দেশী পেঁয়াজের সরবরাহ কম। তিনদিন আগে হিলি বাজারে ৪০- ৪৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশীয় পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। ব্যবসায়ীরা জানান, রমজানেও দাম ছিল প্রতি কেজি ২৫-৩০ টাকা। সে হিসেবে এখন দাম বেড়েছে দ্বিগুণ।

হিলি বাজারের পাইকারী পর্যায়ে আগের তুলনায় মণ প্রতি ৪শ’ টাকা দাম বেড়েছে। ১৪শ’ টাকার দরে যে পেঁয়াজ পাইকারি বাজার থেকে কিনতেন এখন ১৮শ’ টাকা দরে কিনতে হচ্ছে। এখন পেঁয়াজের মৌসুম শেষের দিকে। সরবরাহ কমে সংকট দেখা দিতে শুরু করেছে তাই দাম বাড়তির দিকে।

ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, বর্তমানে দেশীয় পেঁয়াজ সংকট দেখা দিতে শুরু করেছে। আসন্ন কোরবানী ঈদে পেঁয়াজের দাম অস্থির হয়ে পড়বে। তাই সরকারের উচিত এখন থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া। এতে আমদানিকৃত পেঁয়াজ বাজারে আসলে দাম নিয়ন্ত্রণে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে