
সুনামগঞ্জ সংবাদদাতা: দুই দফা দাবিতে ক্লাস বর্জন করে আবারও সুনামগঞ্জ-সিলেট মহা সড়কে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের দ্বিতীয় ,তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ।
বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা থেকে মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ -সিলেট মহা সড়কে দুই পাশে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে তারা।
অবরোধ শুরুর ৫ মিনিটের ভিতরে প্রথমে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সড়ে যেতে অনুরোধ করে কিন্তু পুলিশের কথা তোয়াক্কা না করে তাদের দাবি আদায়ের লক্ষ্য কর্মসূচি চালাতে থাকে শিক্ষার্থীরা। এতে এক পর্যায়ে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে শতাধিকের উপর যানচলাচল আটকে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে প্রথমে শিক্ষার্থীদের রাস্তা থেকে সড়ে যেতে বলে এবং ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে ভিতরে ঢুকিয়ে সামনে গেইট তালা দিয়ে দেয় সেনাবাহিনী।
এইসময় ছাত্রছাত্রীরা সড়ক থেকে সরে মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
মন্তব্য করুন