
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে অসুস্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার শারীরিক খোঁজ-খবর নিয়েছেন দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। শনিবার (২৬এপ্রিল) চট্টগ্রামের পটিয়ায় ইদ্রিসের নিজ বাড়িতে গিয়ে তার সাথে দেখা করেন।
এসময় মীর হেলাল জানান, গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নন করতে ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশে বিদেশে ফ্যাসিবাদের ষড়যন্ত্র চলছে। বিএনপি সব সময় দেশের জন্য রাজনীতি করে গেছেন। সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচনের জন্য নেতাকর্মীদের রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন