
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হৃদরোগ আক্রান্ত এক শিশুকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এই সহায়তা তুলে দেন।
৮ বছরের শিশু অত্রি দাশ দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, অত্রি জরুরি অস্ত্রোপচারের জন্য সাত থেকে আট লাখ প্রয়োজন। কিন্তু শিশুটির পরিবারের পক্ষ থেকে এই খরচ বহন করা সম্ভব না। এই বিষয়টি জানার পর মানবিক সহায়তায় এগিয়ে আসেন বিএনপি নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া বিএনপির পক্ষ থেকে শিশু অত্রি দাশের সুস্থতা কামনায় দোয়া এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। আর্থিক সহায়তা পেয়ে খুশি পরিবারটি।
চকবাজার থানা যুবদলের সংগঠক এবং জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সভাপতি বাপ্পী দে এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধান করেন। তিনি শিশুটির সুস্থতা কামনা করেন এবং সার্মথ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানান। এসময় চকবাজার ওয়ার্ড বিএনপি নেতা ওমর ফারুক, ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সিনবাদসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন