
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় থেকে রুবেল সরদার (৩৯) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) সকালে জামান স্টোরের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল সরদার রাজবাড়ী সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর কাহারপাড়া গ্রামে। সে মৃত আলম সরদারের ছেলে।
জানা যায়, রুবেল এক সময় পাবলিক হেলথ মোড়ে পান-সিগারেটের দোকান চালাতেন। তবে ছয় মাস আগে দোকানটি বিক্রি করে বেকার হয়ে পড়েন। মরদেহে আঘাতের চিহ্ন ছিল, যা সন্দেহজনক বলে তারা দাবি করে তার পরিবারের সদস্যরা।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন