
বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাট পৌর এলাকার হরিণ খানার বাসিন্দা ষাটোর্ধ্ব মনোয়ারা। জীবনের এই সময়ে এসেও জীবন সংগ্রামে হার মানেননি তিনি। মাছ কাটা থেকে শুরু করে রান্না করাসহ তিনটি পরিবারে নানারকম গৃহস্থালি কাজে সহযোগিতা করে চলেছেন তিনি। যদিও জীবনের শেষ সময়টুকু নিশ্চিন্তে বাঁচতে বিত্তবানদের প্রতি সহযোগিতার অনুরোধ জানিয়েছেন মনোয়ারা।
ভোরের আলো ফোটার সাথে সাথে লাঠিতে ভর করে এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিদিন কর্মস্থলে যান ষাটোর্ধ্ব মনোয়ারা। জীবিকার তাগিদে রুটি তৈরি, মাছ কাটা, কাপড় পরিষ্কার, রান্নাসহ নানারকম গৃহস্থালী কাজে দিনভর সময় পার করেন তিনি।
২০ বছর আগে স্বামীকে হারিয়ে দুই মেয়েকে নিয়ে পথ চলা শুরু হয় মনোয়ারার। দুই মেয়েকেই বিয়ে দিয়েছেন। এরমধ্যে ছোট মেয়েকে ছেড়ে তার স্বামী চলে যাওয়ায় মেয়ে ও নাতি নিয়েই বসবাস তার।
জীবনের ৬ দশকেও এসেও হাড়ভাঙ্গা পরিশ্রম করে চলতে হয় মনোয়ারার। পান না কোন সরকারি ভাতাও। যদিও তাকে চিকিৎসা সহায়তা দেয়ার আশ্বাস দিলেন বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম ।
বৃদ্ধ বয়সে সরকারি ভাতা দেয়ার পাশাপাশি মনোয়ারার পাশে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
মন্তব্য করুন