বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

দারিদ্র পিছু ছাড়ছে না মৌলভীবাজারের চা শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৫:৩৪ এএম

মৌলভীবাজার সংবাদদাতা: ন্যায্য পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা না পাওয়ায়, দারিদ্র্য পিছু ছাড়ছেনা মৌলভীবাজারের চা শ্রমিকদের। তাদের পরিশ্রমে প্রতি বছর চা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও তাদের ছেড়ে যায়নি দারিদ্রতা। ফলে চা শ্রমিকদের জীবনযাত্রায়ও কোন পরিবর্তন হয়নি।

চা বোর্ডের তথ্য অনুযায়ী দেশে চা বাগানের সংখ্যা ১৬৩টি। এরমধ্যে শুধু মৌলভীবাজারেই আছে ৯২টি। যেখানে কাজ করছেন লক্ষাধিক শ্রমিক। বছরের পর বছর গায়ের ঘাম ঝরিয়ে শিল্পটিকে এগিয়ে নিচ্ছে তারা। তবে, সমাজের মূল ধারা থেকে এখনো অনেক পিছিয়ে মৌলভীবাজারের চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।

চা বাগানের লক্ষাধিক শ্রমিক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের নানা বঞ্চনার শিকার হতে হচ্ছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চা পাতা তুলে যে পারিশ্রমিক তারা পান, তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়।

নানা আন্দোলন সংগ্রামের পর চা শ্রমিকদের মজুরী ১২০টাকা থেকে বেড়ে দৈনিক ১৭৮ টাকা করা হয়েছে। আছে বেতন বৈষম্যও। দীর্ঘদিনেও বাড়েনি কোন সুযোগ-সুবিধা। বাগান থেকে শ্রমিকদের যে রেশন দেয়া হয়, সেটিও অপ্রতুল।

চা শ্রমিক নেতারা জানান, নারী শ্রমিকদের সুরক্ষা, ভূমির অধিকার, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি নিয়ে তাদের সংগ্রাম অব্যাহত আছে।

এদিকে, স্থানীয় ভাবে শ্রম আদালত না থাকায় নানা ধরনের আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার চা শ্রমিকরা। বর্তমানে মৌলভীবাজারের চা শিল্পে প্রায় সাড়ে চার লাখ শ্রমিক নিয়োজিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে