
নিজস্ব প্রতিবেদক: জুলাই আগস্ট বিপ্লবে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো রায়হানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (দোসরা মে) বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বরিশাল শহরে কালি বাড়ি রোডের আহত রায়হানের বাসায় যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
এসময় তারা আর্থিক সাহায্য ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং চিকিৎসার যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন। প্রতিনিধি দলের মধ্যে ডা. জামশেদ আলী, ডা. মিজানুর রহমান, ডা. রিয়াদুর রহমান, ডা. মহিবুল্লাহ, ডা. ফয়সাল খান, ডা. সৈকত, ডা. রেজওয়ান তাহসিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. রাইয়ান আহমেদ রায়হান স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি পরিবারের বড় সন্তান। কারারক্ষী পিতার এ সন্তান টিউশনি করেই নিজের খরচ চালান। গেল চার আগস্ট বরিশালের চৌমাথায় তিনি গুলিবিদ্ধ হন। হারান বাম চোখের দৃষ্টি। এতে ফার্মাসিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর পরিবারের হাল ধরার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়।
মন্তব্য করুন