
নিজস্ব সংবাদদাতা: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, কোন গণমাধ্যমই বন্ধ করা হবে না। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া গণমাধ্যমের লাইসেন্সগুলো কিভাবে পেয়েছে তা তদন্ত করে দেখা হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে, জাতীয় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে ‘ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা-নিপীড়ন’ শীর্ষক সেমিনারে এসব কথা জানান তিনি। এসময় সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়ে বলেন, বিষয়টি তদন্তাধীন। হয়রানিমূলক কোন মামলা হলে তা প্রত্যাহার করার উদ্যোগ নেয়া হবে বলেও জানান মাহফুজ আলম।
মন্তব্য করুন