
অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। এসময় তাদের থেমে থেমে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
শনিবার (১০ মে) সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে দেখা যায় তাদের । সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কয়েকশ শিক্ষার্থী ও আন্দোলনকারী সেখানে অবস্থান করছেন। তারা ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন। রাতে অবস্থানকারী অনেকেই রাস্তার ওপর শুয়ে বিশ্রাম নিয়েছেন।
অবস্থান কর্মসূচির ফলে সকাল থেকে শাহবাগ মোড়ের চারদিকের রাস্তা বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়ি চলাচল করছে।
অবস্থানকারীরা বলছেন, যতদিন পর্যন্ত আওয়ামীলীগ নিষিদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত রাজপথে থাকবেন তারা।
আন্দোলনকারী গত ১৬ বছরে আওয়ামী লীগের খুন, গুমসহ নানা মানবতাবিরোধী অপরাধের ফিরিস্তি তুলে ধরেন। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে অবিলম্বে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের বিচার সম্পন্ন করার দাবি জানান তারা।
শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৫টায় আন্দোলন শুরু হয়। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেওয়ার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগে এসে অবরোধ শুরু করেন। সারা রাত সেখানে অবস্থান করেন তারা।
মন্তব্য করুন