বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০২:৩৭ পিএম

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। তিনি বলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলো আওয়ামী লীগ। চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশ গড়া হবে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের কাছে টানতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিএনপি ও এর তিন অঙ্গসহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ১০ সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে তারুণ্যের সমাবেশ করছে বিএনপি। প্রথমটি চট্টগ্রামের ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠে।

সমাবেশ সফল করতে সকাল থেকে তাপপ্রবাহ উপেক্ষা করে বর্ণাঢ্য মিছিল নিয়ে মাঠে জড়ো হয় চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা। বিকেলে লাখো মানুষের সমাগম হয় সমাবেশ স্থলে। সমাবেশে জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল উপস্থিত ছিলেন, তিনি তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ পতনের মূল শক্তি তরুণরা।

প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না।

মানুষ গণতন্ত্র ও অধিকার চায়। ঐক্যের মধ্য দিয়ে তা প্রতিষ্ঠা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে