বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

১৫ বছর পর চাঁপাইনবাবগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৩:৫৯ এএম

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: দীর্ঘ ১৫ বছর আবারও শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামেই শিল্পপণ্য ও বাণিজ্য মেলা।

শনিবার (১০ই মে) বিকেল ৫টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এবং মেলা আয়োজক কমিটির সদস্যরা।

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘১০ মে থেকে ১০ জুন পর্যন্ত এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা চলবে। এখানে দর্শনার্থীরা নির্বিঘ্নে সুলভ মূল্যে মালামাল ক্রয় করতে পারবেন। সেই নির্দেশনা সব দোকানদারকে দেওয়া হয়েছে। এ জেলার পণ্য ছাড়াও অন্য জেলার পণ্য চাঁপাইনবাবগঞ্জের ১৮ লাখ মানুষের কাছে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, আমরা এই শিল্প ও বাণিজ্য মেলার মাধ্যমে অত্র এলাকার দেশীয় শিল্প ও পণ্যের প্রচার ও প্রসার ঘটাতে চাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা স্টল বরাদ্দ নিয়েছে। তারা তাদের শিল্প পণ্যের প্রসার এখানে ঘটাবে। আমরা একটি বিষয়ে এখানে নিশ্চয়তা দিতে চাই, এই শিল্প ও বাণিজ্য মেলা হবে।

এর আগে পতিত আওয়ামী লীগ সরকারের স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও প্রশাসনের অসহোযোগিতার কারণে দীর্ঘ ১৫ বছর যাবৎ শিল্পপণ্য ও বাণিজ্য মেলাটি বন্ধ ছিলো। দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি আগামীতেও এই ধারবাহিকতা ধরে রাখতে চায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে