
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য খাতের পরিবর্তনে চিকিৎসকদের মানসিকতা বদলানোর পরামর্শ প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের। আগের আমল ভুলে গিয়ে চিকিৎসকদের চিকিৎসা সেবায় মনোযোগী হবার আহ্বান জানান তিনি। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিকিৎসকদের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস।
সিভিল সার্জনদের এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা চিকিসকদের উদ্দেশ্যে বলেন পরির্বতনের এই সময়ে সবচেয়ে বড় সুযোগ তাদের। বলেন, মানুষের সেবা দিতে চিকিৎসকদের কোন কাঠামোর প্রয়োজন হয় না, মানুষকে খুশি করতে তাদের সদিচ্ছাই যথেষ্ট।
একে আপরের দোষারোপ না করে, বরং স্বাস্থ্যখাতের ঘাটতি মোকাবিলায়, যা আছে তাই দিয়েই চিকিৎসা সেবার মান বাড়াতে চিকিৎসকদের মানসিকতার পরিবর্তনের কথা বলেন তিনি।
গেল শাসনামলের দুর্নীতি দুঃশাষনের কথা ভুলে গিয়ে পরিবর্তনের এই নতুন সময় চিকিৎসকদের কাজে লাগানোরও পরামর্শ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।
মন্তব্য করুন