বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৫:৫৮ এএম

সিলেট সংবাদদাতা: সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ। মদিনার উদ্দেশ্য রওনা দেবেন ৪১৮ জন যাত্রী। এবার পাঁচটি হজ ফ্লাইটে হজ করতে যাবেন ২ হাজার ৯০ জন যাত্রী। সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে হাজীদের জন্য বাসা ভাড়াসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বরাবরের মতো এবারো সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ। বিকেল ৫টা ২৫ মিনিটে ৪১৮ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। এ বছর সিলেটের মোট হজযাত্রী ২ হাজার ৬৭৫ জন। এর মধ্যে পাঁচটি ফ্লাইটে সিলেট থেকে সরাসরি ২ হাজার ৯০ জন যাত্রী হজে যাবেন। আর বাকি ৫৮৫ জন যাত্রী যাবেন ঢাকা বিমানবন্দর হয়ে।

প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকি ফ্লাইটগুলো সিলেট জেদ্দারুটে পরিচালিত হবে। এ চারটি ফ্লাইট হচ্ছে ২৩, ২৫, ২৬ ও ২৯ শে মে। এছাড়া এ অঞ্চল থেকে সরকারিভাবে ৩৩ জন হজযাত্রী নবন্ধন করেছেন। যাত্রীদের দুর্ভোগ কমাতে আরো বেশি ফ্লাইট দাবি করেছেন যাত্রীরা।

এদিকে হজ অ্যাসিয়েশন অব সিলেট অঞ্চলের নেতারা বলছেন, এরই মধ্যে হাজীদের জন্য বাসা ভাড়াসহ সব প্রস্তুতি শেষ হয়েছে। সিলেট অঞ্চলের যাত্রীদের কথা বিবেচনা করে সরাসরি ফ্লাইটের সংখ্যা আরো বাড়ানোর দাবি স্থানীয়দের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে