বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করতেই রাজনৈতিক দল গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০১:২৭ পিএম

নিজস্ব প্রতিবেদক: সমাজের দুর্নীতি আর অন্যায়ের প্রতিবাদ করতেই রাজনৈতিক দল গঠন করেছেন বলে জানিয়েছেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল আমীন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য প্রেসে অংশ নিয়ে এ কথা জানান তিনি। এসময় মিথ্যা মামলায় বিনা বিচারে সাজার বেশি সময় জেল খাটায় সরকারের কাছে এর ক্ষতিপূরণ দাবি করেন রফিকুল আমীন।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নিয়মিত আয়োজন মিট দ্যা প্রেসে অতিথি হিসেবে আসেন আম জনগণ পার্টির আহ্বায়ক ও ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল আমীন। এ সময় তার দীর্ঘ ১২ বছরের জেল জীবনের নানান ঘটনা, নতুন রাজনৈতিক দল গঠন এবং ডেসটিনির সম্পদ ও বিনিয়োগকারী নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এক প্রশ্নের জবাবে রফিকুল আমিন বলেন, সততার সাথে ডেসটিনি গ্রুপের ব্যবসা পরিচালিত হোক এটা বিগত সরকারের অনেকেই চায়নি। তাদের অনৈতিক সুবিধা না দেওয়ায় মিথ্যা মামলায় বিনা বিচারে জেলে থাকতে হয়েছে বলে জানান রফিকুল আমীন। দীর্ঘ জেল জীবনে দুদকের অনেক কর্মকর্তার নির্মমতার কথা তুলে ধরেন তিনি।

রফিকুল আমীন বলেন, তিনি জেল থেকে মুক্তি পেলেও শত্রুপক্ষের আক্রোশ কমেনি। যে কারণে তার স্ত্রীকে এখনো জেলে আটকে রাখা হয়েছে জানিয়েছে সরকারের কাছে এর প্রতিকার দাবি করেন।

জনগণের সাথে প্রতারণা করতে নয়,প্রকৃত অর্থে সমাজ পরিবর্তনের লক্ষ্যেই তিনি রাজনৈতিক দল গঠন করেছেন বলেও জানান।

সব শর্ত পূরণ করে তার দল নিবন্ধন পাবে বলেও আশা জানান আম জনগণ পার্টির প্রতিষ্ঠাতা রফিকুল আমীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে