
অনলাইন ডেস্ক: হাতিরঝিল থেকে চুরি হওয়া ১ কোটি ৫০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১৩ মে) দিনগত রাতে অবিযান চালিয়ে চুরির সাথে জড়িত মো উজ্জল নামে একজনকে আটক করে ও চুরি হওয়া টাকা উদ্ধার করে।
পুলিশ জানায়, এ.এস.এম আলাউদ্দিন ভূইয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা, স্বর্ণালংকার এবং ইউএস ডলার চুরি হয়। এ ঘটনায় গত ১০ মে আলাউদ্দিন বাদি হয়ে হাতিরঝিল থানায় বাড়ির কেয়াটেকার মো. উজ্জলের নামে একটি মামলা দায়ের করে।
পরবর্তীতে হাতিরঝিল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর সদর থানার মৌবাগ এলাকায় উজ্জ্বলের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার বাসায় থাকা আলমারি ভিতর থেকে নগদ ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। কিছু টাকা দিয়ে সে একটি আলমারি ও একটি ফ্রিজ কিনেছে বলে জানায় উজ্জ্বল।
এছাড়া চুরি করা ১৪ লক্ষ টাকা গাজীপুর মেট্রোপলিটন সদর থানাধীন শিমুলতলী এলাকায় তার ভগ্নিপতির বাড়িতে লুকিয়ে রেখেছে বলেও জানায়।
মন্তব্য করুন