
সাতক্ষীরা সংবাদাদাতা: সাতক্ষীরার বাজারে শুরু হয়েছে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ স্থানীয় জাতের আম বিক্রি। প্রতিদিনই বিভিন্ন বাগান থেকে দেশীয়জাতের আম আসে বাজারে। এখান থেকে কিনে দেশের বিভিন্ন জেলার আম সরবরাহ করছেন। এর আগে আমের গুণগত মান ঠিক রাখতে আম পাড়ার দিন নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সাতক্ষীরার সুলতানপুর বাজার আমের বিশাল কেনা বেচার হাট। বর্তমানে এখানে উৎসবমুখর পরিবেশে গোবিন্দভোগ, গোলাপ খাসসহ স্থানীয় জাতের আম বিক্রি চলছে। এর আগে গত ৩০ এপ্রিল সাতক্ষীরায় ৫ মে থেকে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপ খাসসহ দেশি আম সংগ্রহ করা শুরু হয়। এদিকে নির্ধারিত সময়ের আগেই আম পেকে যাওয়ায় আগামী ২০মে’র পরিবর্তে ১৫মে থেকে হিমসাগর আম বাজারজাত শুরু হয়েছে। ল্যাংড়া আমের স্বাদ পেতে অপেক্ষা করতে হবে ২৭ মে পর্যন্ত। আর আগামী ৫ জুন থেকে সংগ্রহ ও বাজারজাত করা হবে আম্রপালি ও মল্লিকা।
জেলা থেকে চলতি মৌসুমে ৭০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানালেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন
চলতি মৌসুমে জেলায় ৪০০ কোটি টাকার আম বিক্রির আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মন্তব্য করুন