বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় অনন্য নজির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১০:১৩ এএম

অনলাইন ডেস্ক: মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে, বাকি তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। প্রধান আসামির ফাঁসি হলেও রায় নিয়ে সন্তুষ্ট নয় আছিয়ার পরিবার। এদিকে, দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে আইজীবীরা বলছেন এই রায় এক অনন্য নজির স্থাপন করেছে।

গেল ৬ মার্চ মাগুরা শহরে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও পরে ফরিদপুরে হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ১৩ই মার্চ সেখানে তার মৃত্যু হয়। এর আগে এই ঘটনায় চারজনকে আসামি করে সদর থানায় মামলা করেন আছিয়ার মা আয়েশা আক্তার।

আছিয়াকে ধর্ষণের খবর প্রচার হওয়ার পর দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। দোষীদের সর্ব্বোচ্চ শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসে। এর পরিপ্রেক্ষিতে সরকার ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা রোধে/ নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাস করে। এতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বহাল রাখা হয়।

মামলার ৩৬ দিনের মাথায় আদালতে চার্জশীট জমা দেয় পুলিশ। বিচার শুরুর ২১ দিনের মধ্যে শনিবার আলোচিত এই মামলার রায় দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে আছিয়ার বোনের শ্বশুর ও মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এর পাশাপাশি তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। তবে হিটু শেখের স্ত্রীসহ বাকি ৩জনকে খালাস দেয়া হয়। প্রধান আসামির ফাঁসি হলেও বাকি তিনজনকে খালাস দেয়ায় অসন্তোষ প্রকাশ করেছে আছিয়ার পরিবার, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল অ্যাভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমানিত হয়েছে। এদিকে, মৃত্যুদন্ড পাওয়া আসামি উচ্চ আদালতে যেতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

দ্রুত সময়ের মধ্যে এই বিচার কাজ শেষ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আইজীবীরা। তারা বলছেন দ্রুত বিচারের ইতিহাসে এ মামলা এক অনন্য নজির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে