
নিজস্ব প্রতিবেদক: শুধু নির্বাচন নয়, গণহত্যার বিচার ও নানাবিধ সংস্কার কাজ করার জন্য দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এসময় কারো কারো অসহযোগিতায় কাজ করা যাচ্ছে না বলে জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জানান, নির্বানের সময়সীমা বেধে দিয়েছে সরকার। তার এদিক সেদিক হওয়ার সুযোগ নেই।
দেশের বর্তমান পরিস্থিতিতে হঠাৎ প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন উঠে বৃহস্পতিবার। এনিয়ে উপদেষ্টার পষিদরে সদস্যদের মধ্যে হয় নানা আলোচনা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ২৪তম জুওলোজি সোসাইটির সাধারণ সভায় যোগ দিয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ,বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনের সময়সীমা দেয়া হয়েছে, এর এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। সরকার চাপে রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, পারফর্ম করতে পারছি কিনা সেটাই চাপ।
দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন কাজ করতে না পারলে সেই দায়িত্বে থাকা প্রাসঙ্গিক নয়।
মন্তব্য করুন