
সাভার সংবাদদাতা: সাভারের ভাকুর্তা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির উপরে গড়ে উঠেছে পুরাতন টায়ার পুড়িয়ে ফার্নেস তেল তৈরীর ১২টি কারখানা। এসব করখানার কালো ধোঁয়া ও বর্জ্যে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এসব এলাকার বাসিন্দারা। নস্ট হচ্ছে ফসলি জমি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বারবার গুড়িয়ে দেয়া হলেও নতুন করে গড়ে উঠছে এসব অবৈধ কারখানা।
সাভারের ভাকুর্তা ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় চারদিকে ফসলের মাঠ মাঝে গড়ে উঠেছে পুরাতন টায়ার পুড়িয়ে ফার্নেস তেল তৈরীর কারখানা। ইউনিয়নের হারুলিয়া, হিন্দু ভাকুর্তা, মোগড়াকান্দাসহ কয়েকটি এলাকায় ১২টি অবৈধ টায়ার পোড়ানোর কারখানা রয়েছে।
প্রতিনিয়ত এসব কারখানার বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগ বালাই। নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। গেল কয়েক বছরে কমে গেছে কৃষকের আবাদি জমি। তাই এসব কারখানা বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের।
ভাকুর্তার কৃষি জমি ও কৃষকদের রক্ষায় দ্রুত এসব অবৈধ টায়ার পোড়ানোর কারখানা স্থায়ীভাবে বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল-মামুন
তবে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার বলছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বারবার এসব কারখানা গুঁড়িয়ে দেয়া হচ্ছে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় আবার নতুন করে গড়ে উঠছে কারখানা।
এসব অবৈধ কারখানার মালিকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের ।
মন্তব্য করুন