
পঞ্চগড়ে রাস্তার পাশে পৌরসভার ময়লার ভাগাড়। প্রতিনিয়ত দূষিত হচ্ছে পরিবেশ। বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক চলাচলও। দ্রুত ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের। পঞ্চগড় শহরতলী থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জালাসী পাড়া। যেখানে রাস্তার পাশেই পৌরসভার ময়লার ভাগাড়। দুর্গন্ধে বিষিয়ে উঠছে পুরো এলাকা। চরম দুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। শুধু পৌরসভারই নয়, এখানে হাসপাতাল ও ক্লিনিকেরও বর্জ্য ফেলা হচ্ছে। ভাগাড়ের পাশেই জেলার সবচেয়ে বড় পার্ক ও সরকারি স্কুল। আর এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে ৫০ হাজার মানুষ। পথচারী ও স্থানীদের অভিযোগ, পরিশোধন ছাড়াই বছরের পর বছর এখানে ময়লা ফেলা হয়। কর্তৃপক্ষ বলছে, বর্জ্য ব্যবস্থাপনা অপসারনে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। অধিগ্রহন করা নতুন জমিতে ভাগাড়টি স্থানান্তরের প্রস্তুতি চলছে বলেও জানান পঞ্চগড় পৌরসভা অতিরিক্ত জেলা প্রশাসক সীমা সারমিন।
মন্তব্য করুন