
রাজবাড়ীর পদ্মায় জেলেদের জালে দেখা মিলছে না ইলিশ। দিন-রাত জাল ফেলে মিলছে না কাঙিক্ষত মাছ। এতে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন জেলেরা। ফলে অনেকেই পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। গ্রীষ্ম ঋতু শেষ হয়ে বর্ষার অপেক্ষায়। কিন্তু এ বছর পদ্মায় ইলিশের দেখা নেই। খালি হাতে ফিরতে হচ্ছে পদ্মা পাড়ের জেলেদের। যদিও ছোট ইলিশ দু’একটি ধরা পড়লেও পড়তে হচ্ছে মৎস্য বিভাগের অভিযানের মুখে। কারণ পদ্মায় আগামী ৩০ জুন পর্যন্ত নয় ইঞ্চির নীচে ইলিশ ধরা নিষেধাজ্ঞা চলছে।
নদীতে নাব্যতা সংকট থাকায় ইলিশের বিচরণ কিছুটা কম বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা।
মন্তব্য করুন