বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

বগুড়ায় নিখোঁজ ঢাবির সাবেক শিক্ষার্থীর মরদেহ মিললো লেকে

বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৯:৩৭ পিএম

বগুড়া সংবাদদাতা: তিন দিন নিখোঁজ থাকার পর বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা ক্যান্টনমেন্টের বোট ক্লাবের লেকে পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) মরদেহ। আজ রবিবার সকালে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সৌমিকের পরিবার জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাঁটতে বেরিয়ে তিনি আর বাসায় ফেরেননি। তার বাসা বগুড়া শহরের জলেশ্বরীতলায়। ছেলের খোঁজ না পেয়ে পরদিন শুক্রবার সকালে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সৌমিকের বাবা তৌফিকুর রহমান।

নিহত সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে স্নাতক শেষ করেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর এলাকায়।

সৌমিকের নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। আজ সকালে মাঝিরা বোট ক্লাব এলাকায় অজ্ঞাত একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেলে সৌমিকের পরিবারের সদস্যরা এসে তা শনাক্ত করেন।

ছেলের মৃত্যুতে শোকাহত বাবা তৌফিকুর রহমান বলেন, ‘আমার ছেলে অত্যন্ত মেধাবী ছিল। আমেরিকায় পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার কোনও খারাপ অভ্যাস ছিল না। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিল, আজ তার মরদেহ পাওয়া গেল মাঝিরা লেকে।’

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে