
চট্টগ্রামে বাড়ছে করোনার প্রকোপ। তবে মানুষের মধ্যে এখনো গড়ে ওঠেনি সচেতনতা। বিশেষ করে করোনা পরীক্ষা করতে অনিহা রয়েছে নগরবাসীর। স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতনতা বাড়াতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন সিভিল সার্জন। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তর ১১ দফা নির্দেশনা দিলেও চট্টগ্রামের বেশিরভাগ মানুষ তা মানছে না। এদিকে সক্রমণ বেড়েই চলছে। সবশেষ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩ জনে।
মানুষের মধ্যে গড়ে ওঠেনি জনসচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই কোথাও । বিভিন্ন অজুহাতে মাস্ক পরতে অনীহা লোকজনের। এদিকে করোনা সংক্রমণ মোকাবেলায় নানা উদ্যোগের কথা জানালেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। উল্লেখ্য, চট্টগ্রাম নগরের দুটি হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা ওয়ার্ড।
মন্তব্য করুন