
বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, দীর্ঘ সতের বছর ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেযয়ারম্যান তারেক রহমান। জুলাই আন্দোলনে যখন ছাত্র নেতৃবৃন্দ ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে নেতৃত্বের গতি হারিয়েছিল, ঠিক সেই মুহূর্তেই আন্দোলনের হাল ধরে ঐক্যবদ্ধ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান তারেক রহমান। ব্যারিস্টার হেলাল সন্ধ্যায় হাট হাজারীর মীর্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বরেন। কেন্দ্রঘোষিত সদস্য ফরম পূরণ ও নবায়ন কর্মসূচি পালন উপলক্ষে হাট হাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ২নং ধলই ৩নং মীর্জাপুরসহ ৩ ইউনিয়ন বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে ব্যারিস্টার হেলাল বলেন, রাজনীতিতে দ্বিমুখী চরিত্রের কারণে জনগণ আওয়ামী রাজনীতিবিদদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। তিনি বলেন, কিছু দল নির্বাচন বিরোধী বক্তব্য দিচ্ছে, আবার প্রার্থী ঘোষণা দিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে। রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে মুনাফেকি চরিত্র বর্জন করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, ভোট নিয়ে যারা দিল্লি পিন্ডির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, দেশের জনগণ তাদের আঁস্তাকুড়ে নিক্ষেপ করবে। পরে মীর হেলাল স্থানীয় তিন ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে সদস্য ফরম ও নবায়ন ফরম হস্তান্তর করেন।
মন্তব্য করুন