বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

জুলাই-আগস্ট অভ্যুত্থান: দেশজুড়ে উত্তাল ৪ আগস্ট

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১০:৫৫ এএম
জুলাই-আগস্ট অভ্যুত্থান: দেশজুড়ে উত্তাল ৪ আগস্ট
জুলাই-আগস্ট অভ্যুত্থান: দেশজুড়ে উত্তাল ৪ আগস্ট

চব্বিশের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আগেরদিন লক্ষ্মীপুরে যুবলীগ নেতা একেএম সালাহ উদ্দিন টিপুর নেতৃত্বে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন চার শিক্ষার্থী। তিন শতাধিক আন্দোলনকারী ছাত্র-জনতা আহত হয়। এক বছরে হত্যার প্রকৃত অপরাধীদের বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছে শহীদ পরিবার। ছাত্র-জনতার আন্দোলনের উত্তাল ঢেউ ছিলো নরসিংদী জেলা। ক্ষোভে পুড়েছিল জেলা কারাগারসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। চব্বিশের চার আগস্ট, এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুধু রক্তাক্ত নয়, বিচারহীনতার এক বেদনাদায়ক অধ্যায়ও। এই দিনে লক্ষ্মীপুরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় যুবলীগ নেতা একেএম সালাহ উদ্দিন টিপু। নিহত হন চার মেধাবী শিক্ষার্থী সাদ আল আফনান, সাব্বির হোসেন, কাউছার হোসেন বিজয় ও ওসমান গনি। আহত হন তিন শতাধিক আন্দোলনকারী ছাাত্র-জনতা। এছাড়াও এদিন লক্ষ্মীপুরের ১৩জন শহীদ হন ঢাকাসহ বিভিন্ন স্থানে।

বেলা এগারোটায় বাগবাড়ি থেকে শুরু হওয়া মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌঁছায় আদালত এলাকায়। সাধারণ মানুষ, আইনজীবীরাও একাত্মতা প্রকাশ করে যোগ দেয় বিক্ষোভে। শহরজুড়ে তখন একটাই স্লোগান‘দফা এক, দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। সেদিনের সেই ঘটনায় প্রধান অভিযুক্ত টিপুসহ অন্তত ১৬৫ জনের নাম উল্লেখ করে দুটি হত্যা মামলা হয়। কিন্তু একবছর পেরিয়ে গেলেও সেই হত্যা মামলার বিচার হয়নি।

তবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১৫৪ আসামি গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিসহ বাকিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের দিনগুলোতে উত্তাল ছিল নরসিংদী জেলাও। ঢাকা, রংপুর, রাজশাহী, কুমিল্লার মতোই এ জেলাতেও রক্তঝরা প্রতিরোধ গড়ে তোলে ছাত্র-জনতা। ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা।

৪ আগস্টের আগেই ছাত্র-জনতার প্রতিরোধ দানা বাঁধে নরসিংদীর প্রতিটি মোড়ে মোড়ে। ১৯ জুলাই আক্রমণ হয়ও জেলা কারাগারও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে