
রাজধানীর অদুরে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, ফায়ার ফাইটিংয়ের সময় সেখানে হঠাৎ আরেকটি বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। টঙ্গীর সাহারা মার্কেটে আজ বিকেলে কেমিক্যাল গোডাউনে ওই বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চারজন দগ্ধ হন। তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন-ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম ৪২%, ফায়ার ফাইটার মো. শামীম ১০০%, মো. নুরুল হুদা ১০০%, মো. জয় হাসান ৫%। তবে আহত কারখানা কর্মকর্তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।এর মধ্যে জয় হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গুদামটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে ওই কারখানার এক কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের তিনজন ফায়ার-ফাইটার ও একজন অফিসারসহ পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সেখানে গিয়ে কাজ করছেন। তাদের মধ্যে তিনজন কর্মী আহত হয়েছেন।
আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বিকেল সাড়ে ৪টায় লাগা আগুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে আমরা উপস্থিত রয়েছি। ভেতরে উদ্ধার অভিযান চলছে। আশপাশের পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নজরদারিতে রয়েছে। তিনি জানান আগুনে ফায়ার সার্ভিসের চারজন কর্মী ও ওই কারখানার এক কর্মকর্তা দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেছেন গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে দগ্ধ ফায়ারকর্মীদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের দেশের বাইরে পাঠানো হবে বলেও জানান তিনি। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে দগ্ধদের দেখতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, কেমিক্যাল গোডাউনের খবর পাওয়া মাত্রই আমাদের ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় আমাদের ফায়ার সার্ভিসের একজন ওয়্যারহাউস অফিসারসহ চারজন দগ্ধ হয়। তাদের মধ্যে দুই জনের ১০০ শতাংশ ও একজনের ৪২ শতাংশ এবং একজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে। জাতীয় বার্নে তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে এবং প্রয়োজনে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।
মহাপরিচালক আর বলেন, আমাদের ওখানে টঙ্গীর একটি টিম এখনো মাঠ পর্যায়ে কাজ করছে। সেখানে কি ধরনের কেমিক্যাল ছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। কেন এই ঘটনা ঘটলো। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহায়তা করা হবে। আগামী মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে দেখতে আসবেন।
মন্তব্য করুন