বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

জোটের প্রার্থী হলেও লড়তে হবে নিজ দলের প্রতীকে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৭:১৪ পিএম

উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করা হয়েছে; এ অনুয়ায়ে নির্বাচনী জোট থাকলেও জোটভুক্ত প্রার্থীর প্রত্যেককে নিজ দলের প্রতীকে ভোটে লড়তে হবে এবং নির্দিষ্ট কিছু বিধান এতে যোগ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অনুমোদিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অনুমোদিত খসড়ায় আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকেও যুক্ত করা হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন। তিন বাহিনীকে নির্বাচনী দায়িত্ব দিতে আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না। আইন-শৃঙ্খলা বাহিনীর যে সংজ্ঞা, সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সম্পর্কিত যেসব বিধান ছিল তা বিলুপ্ত করা হয়েছে।

সংশোধিত আরপিওর নানা দিক তুলে ধরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, যদি নির্বাচনী জোট হয়, তাহলে জোটের অংশ হলেও দলের যে প্রতীক তা দিয়ে নির্বাচন করতে হবে।

খসড়ায় পলাতক ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের ওপরও বিধিনিষেধ রাখা হয়েছে; বিভিন্ন মামলায় পলাতক সঙ্গে নাম থাকা ব্যাক্তিরা আর নির্বাচন করতে পারবেন না। প্রার্থীদের এফিডেভিটের মাধ্যমে দেশি ও বিদেশি উৎস থেকে অর্জিত আয় ও সম্পত্তির বিস্তারিত বিবরণ দিতে হবে; প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দিয়েছেন এবং তা অনলাইনে প্রকাশ করা হবে বলে খসড়ায় বলা হয়েছে। প্রার্থীদের জামানতের পরিমাণ বর্তমানে থাকা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। জেলা নির্বাচনী কার্যালয় স্থাপনের কর্তৃত্ব জেলা নির্বাচনী কর্মকর্তাকে (ডিইও) দিয়েছে খসড়াটি।

সংশোধিত আরপিওতে ‘না’ ভোটের বিধান রাখার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, যে সংসদীয় আসনে একজন প্রার্থী থাকবেন সেখানে ভোটারেরা ‘না’ ভোট দিতে পারবেন। আর কোনো সংসদীয় আসনে অনিয়ম হলে পুরো আসনের ভোট বন্ধ করতে পারবে নির্বাচন কমিশন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অতিরিক্ত ব্যাখ্যায় জানায়, অনুমোদিত খসড়ার বিস্তারিত বিধান দ্রুত চূড়ান্তীকরণের জন্য পরবর্তী পর্যায়ে পাঠানো হবে।

উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে অংশগ্রহণকারীরা সংশোধিত আরপিওর খসড়া সার্বিকভাবে অনুমোদন করেছে; খসড়া চূড়ান্ত করার পর এটি সংবিধানিক ও প্রযোজ্য আইনগত ধাপে পাঠানো হবে বলে শুনানা পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে