
অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন সেক্টরে থাকা সিন্ডিকেট না ভাঙ্গার প্রতিবাদ জানিয়ে সরকারী গেজেট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে আবেদন জানিয়েছে ফরিদপুরের জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও প্রথম আহত যোদ্ধা আবরার নাদিম ইতু। এনিয়ে বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে প্রথম পোস্ট দেন তিনি।
জানা গেছে, আজ নাম প্রত্যাহারের আবেদন জানিয়ে জেলা প্রশাসক বরাবরে লেখা একটি আবেদন পত্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. সোহরাব হোসেনের কাছে জমা দিয়েছেন ইতু।
আবেদন পত্রে তিনি উল্লেখ করেছেন, “বর্তমান অন্তবর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনায় দুর্নীতিও লুটপাটমুক্ত দেশ গড়ার যে অঙ্গীকার করেছিল তা কোনভাবেই ১ বছরের অধিক সময় ধরে করতে পারেনি এবং কার্যকর পদক্ষেপও নিতে পারেনি। অন্তবর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোও বিভিন্ন অসংগতিমূলক ও অনৈতিক কর্মকান্ডলক্ষণীয় রয়েছে। বিশেষ করে ফরিদপুরের বিভিন্ন প্রশাসনিক ও বিভিন্ন সেক্টরের অনিয়ম পূর্বেও ন্যায় বহাল রয়েছে, একটি সিন্ডিকেটেরও কিছু হয়নি, সাথে অনিয়মও থেমে নেই যা আপনারা সবাই অবগত আছেন।”
উল্লেখ জুলাই আন্দোলন চলাকালে ফরিদপুরের ছাত্রদের আন্দোলনে প্রথম হামলার ঘটনা ঘটে ১৬ জুলাই। সেখানে আবরার নাদিম ইতুসহ আহত হন আরো ৫/৬ জন। পুরো আন্দোলন সংগ্রামে ফরিদপুরে যে কয়জন সংগঠক কাজ করেছে তার মধ্য এই আবরার নাদিম ইতু অন্যতম।
ইতু ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ থেকে মার্কেটিং নিয়ে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেছেন। এখন নিজে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন অবিচল নামের একটি ব্যাবসা প্রতিষ্ঠান।
আবরার নাদিম ইতু জানিয়েছেন, তাদের যে সকল প্রত্যাশা ছিল তার কিছুই পূরন হয়নি, বিশেষ করে জেলার মধ্যে সড়ক উন্নয়ন, বাস ভাড়া সিন্ডিকেট, ভুমি অফিসগুলোতে সিন্ডিকেট এর কোন পরিবর্তন হয়নি। এসবের প্রতিবাদেই আমি গেজেট থেকে নাম প্রত্যাহারে আবেদন জানিয়েছি।
মন্তব্য করুন