
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করতে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর প্রধানরা যমুনায় গিয়েছেন। তাঁরা প্রধান উপদেষ্টার সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বিষয়ে’ বৈঠক করবেন বলে জানা গেছে।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এই বৈঠক শুরু হতে পারে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।
জানা যায়, এটি প্রধান উপদেষ্টার কল অন কোনো বৈঠক নয়। তিন বাহিনীর প্রধানরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন। ড. ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যে এই বৈঠকটি আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা।
এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ আগে থেকেই তিন বাহিনীর প্রধানদের একটি বৈঠকের সিডিউল ঠিক করা ছিল। তবে আজকের বৈঠকে কি বিষয়ে এবং কি আলোচনা হবে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
মন্তব্য করুন